আমেরিকার বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন। এমন সময়ে দেশটির ক্ষমতাসীন দলের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা হাতিয়ে নিয়েছে ২৩ লাখ ডলার!
ঘটনাটি ঘটেছে উইসকনসিন রাজ্যে। রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও নির্বাচিত করার জন্য গুরুত্বপূর্ণ এই রাজ্যের ভোটের মাঠে ওই অর্থ সহায়তা করছিল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিপাবলিকান পার্টির চেয়ারম্যান অ্যান্ড্রু হিট বার্তাসংস্থা এপি’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
হিট জানান, ২২ অক্টোবর লেনদেনে সন্দেহজনক ক্রিয়াকলাপ লক্ষ্য করে এবং শুক্রবার এ বিষয়ে এফবিআই’র সঙ্গে যোগাযোগ করে তার দল।
বিষয়টি এফবিআই তদন্ত করছে বলেও জানান তিনি। তবে এফবিআইয়ের মুখপাত্র লিওনার্ড পিস এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি ।
নির্বাচনের বাকি দুই সপ্তাহেরও কম। যখন ট্রাম্প এবং তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন উইসকনসিন ও সেখানকার দশটি ইলেক্টোরাল ভোট জয়ের জন্য চূড়ান্ত প্রচেষ্টা চালাচ্ছেন, এমন সময় হ্যাকারদের আক্রমণের বিষয়টি আবিষ্কার হলো।
সূত্র: সাউথ এশিয়ান মনিটর ও টিবিএস