শনিবার, মে ১৭, ২০২৫

মহানবী(সা.)-এর অবমাননার প্রতিবাদে দোহাজারীতে মানববন্ধন

spot_imgspot_img

মাহবুবুল মান্নান


মহানবী(সা.)-এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করায় ফ্রান্সের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার দাবী জানিয়েছেন সাতকানিয়া খাগরিয়া ওলামা পরিষদ।

শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম দক্ষিণের অন্যতম বানিজ্যিক স্থান চন্দনাইশ দোহাজারী পৌরসভায় খাগরিয়া ওলামা পরিষদ এর উদ্যোগে সংগঠনের সভাপতি মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্টের কড়া সমালোচনা করেন এবং মহানবী(সা.)-এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করার তীব্র প্রতিবাদ জানানো হয়। এবং বাংলাদেশ সরকারকে ফ্রান্সের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক আদালতে মামলা করার দাবি করেন নেতৃবৃন্দ।

মুহাম্মাদ মুহিব্বুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ চাটগামী, সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ ইউনুচ, মাওলানা মোরশেদ, মাওলানা হারুন বিন নুর,মাওলানা ওসমান উমরী,মাওলানা জয়নাল আবেদীন,মাওলানা নুরুল হক,মুহাম্মাদ আমিরুল ইসলাম, মাওলানা আবু সা

সর্বশেষ

spot_img
spot_img
spot_img