আগামী নির্বাচনে জনগণের রায়ে শেখ হাসিনা আবারও ক্ষমতায় এসে বিশ্বের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করবেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।
তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের রায়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন। আর তিনি পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করবেন।
বুধবার (১৭ নভেম্বর) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, সারা বিশ্বে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে রাষ্ট্রনায়ক যারা বিশ্ব নেতৃত্বেও গৌরবের অধিকারী হয়েছেন তাদের অন্যতম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তার সুচিন্তিত পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের কারণে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংক বাংলাদেশকে তৃতীয় বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।
তিনি বলেন, নিম্ন আয়ের বাংলাদেশ এখন পরিণত হয়েছে মধ্যম আয়ের দেশে। এদেশের জনগণ উন্নয়নে বিশ্বাসী, আর সেই উন্নয়নের কাণ্ডারি হয়ে সেবা করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।
শামীম বলেন, বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, দেশে একটি গণ্ডগোল লাগিয়ে পেছনের দরজা দিয়ে কিছু করা যায় কি না, সেই অপচেষ্টা। বিএনপির জন্মটাই পেছনের দরজা দিয়ে এবং সে কারণেই তারা সবসময় পেছনের দরজা খোঁজে। কিন্তু বিএনপির আর পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নাই। ক্ষমতায় আসতে হলে সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের মাধ্যমেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।