শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার কারণে নির্ধারিত সময়ের চেয়ে ৯ মাস পরে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দেরিতে পরীক্ষার কারণে পরীক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়ার জন্য সমন্বয়ের কাজ করছে সরকার।
মঙ্গলবার (১৬ নভেম্বর) চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে ২২ লাখ পরীক্ষার্থীকে টিকার আওতায় আনার কাজ চলছে। ইতোমধ্যে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রস্তুতি শেষের দিকে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াসউদ্দিন পাটোয়ারী প্রমুখ।
পরে শিক্ষামন্ত্রী চাঁদপুর আল-আমিন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম এবং ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনরেল হাসপাতালের নবজাতক পরিচর্যা কেন্দ্রের উদ্বোধন করেন।