বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

সীমান্তে হত্যার প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা দিল বিএনপি

সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে আগামী শনিবার (২০ নভেম্বর) মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। সেদিন সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ করবে বলে প্রতিবেশী দেশ বারবার প্রতিশ্রুতি দিয়েছে, পতাকা বৈঠক হচ্ছে। কিন্তু সীমান্তে নিষ্ঠুর হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। তাই সীমান্তে হত্যার প্রতিবাদে আগামী শনিবার সকাল ১১টায় বিএনপির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img