শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সংগ্রাম করে যাচ্ছে ইনসাফ

মাওলানা জাকারিয়া নোমান ফয়জী | অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকার কর্মী। সহকারী শিক্ষা পরিচালক, আল জামিয়াতুল ইসলামিয়া হামিয়ুচ্ছুন্নাহ মেখল।


আমি শুরুতে আল্লাহর পাকের শুকরিয়া আদায় করছি আমাদের প্রিয় হক ও হক্কানিয়তের পতাকাবাহী অনলাইন নিউজ পোর্টাল ইনসাফ টোয়েন্টিফোর ডটকম অর্ধ যুগ পেড়িয়ে ৭ম বর্ষে পদার্পন কর‍তে যাচ্ছে।

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনসাফ পরিবার কে যারা শত প্রতিকুলতার মাঝেও ইনসাফকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। শত প্রতিকূলতার মাঝেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সংগ্রাম করে যাচ্ছে।

আমরা জানি এই দেশে ন্যায় নিষ্ট ভাবে সাংবাদিকতা করা বর্তমানে কত কষ্টের। তবু্ও আল্লাহর শোকর আদায় করছি যে একদল হলুদ সাংবাদিক যারা রাত দিন বাংলাদেশের সুবিশাল একটি ধর্মীয় গোষ্ঠী কওমী মাদ্রাসা সমুহের উপর অন্ধের মত বিরুদ্ধাচারন করে যাচ্ছে সেখানে ইনসাফ অত্যন্ত সাহসিকতার সাথে সত্য ও ন্যায়কে পাঠকের সামনে উপাস্থাপন করে যাচ্ছে। তাই আমি ইনসাফ কে আন্তরিক ভাবে অভিবাদন জানাচ্ছি।

পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা “আল্লাহ পাক যেন ইনসাফের এই অগ্রযাত্রাকে দীর্ঘায়িত করেন, ইনসাফ যেন মানুষের কথা বলতে পারে, সত্যের পক্ষে কথা বলতে পারে”।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img