রাষ্ট্রীয় সহয়তায় ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননা করার প্রতিবাদে ইরানের রাজধানী তেহরানে ফরাসি দূতাবাস ঘেরাও করেছে শিক্ষার্থীরা। এসময় এমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে স্লোগান দেন তারা। এছাড়াও ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানান।
বুধবার (২৮ অক্টোবর) ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে লেখা প্ল্যাকার্ড নিয়ে দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
আন্দোলন কর্মসূচির সংগঠক তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেজা আল্লাভি গণমাধ্যমকে বলেন, তারা বহুদিন ধরেই ইসলামকে হেয় করে আসছে, আর আমরাও চুপচাপ দেখে যাচ্ছিলাম। কিন্তু আর এভাবে বসে থাকা যায় না। তারা আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ে এখন শিক্ষাঙ্গনেও প্রতিষ্ঠানিকভাবে সরকারি মদদে ব্যঙ্গ-বিদ্রূপ করা শুরু করেছে তারা।
কয়েক ঘণ্টা দূতাবাস ঘেরাওয়ের পর ফরাসি পণ্য বর্জন এবং দেশটির প্রেসিডেন্টের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে শান্তিপূর্ণ ওই কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।