বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

করোনায় মৃত্যুশূন্য রামেক হাসপাতাল; সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৩ জন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৩ জন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান।

তিনি বলেন, গত বোববার (৭ নভেম্বর) উপসর্গ ও করোনায় মৃত্যুহীন দিন দেখেছিল রামেক হাসপাতাল। এর আগে, ৩১ অক্টোবর ও ১৫ মে রামেকে করোনা ইউনিটের দিনগুলো ছিল মৃত্যুহীন।

পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন আটজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন। করোনা সন্দেহে ভর্তি রয়েছেন ৩১ জন। করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ছয়জন।

জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৪২ জনের নমুনা পরীক্ষায় একজন শনাক্ত হয়েছেন। এছাড়া মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৪৮ জনের নমুনা পরীক্ষায় একজন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img