রবিবার, মে ১৮, ২০২৫

প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের ‘ডানহাত’ খ্যাত ইবরাহিম আল-দৌরি ইন্তেকাল করেছেন

spot_imgspot_img

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের ঘনিষ্ঠ সহযোগী ইজ্জত ইবরাহিম আল-দৌরি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের দল ইরাকি বাথ পার্টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তার ইন্তেকালের বিষয়টি জানিয়েছে।

প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের জীবিত ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। মিডল ইস্ট আই জানিয়েছে, ইরাকি সোশ্যালিস্ট বাথ পার্টি আল-দৌরিকে ‘বাথ এবং ইরাকি জাতীয় প্রতিরোধের নাইট’ বলে আখ্যা দেয়। তিনি সাদ্দাম হুসাইন এবং অন্যান্য প্রয়াত বাথপন্থীদের সঙ্গে কাজ করেছেন। যদিও তার ইন্তেকালের বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।

আরব বিশ্বের প্রভাবশালী নেতা সাদ্দামের শীর্ষ কর্মকর্তাদের একজন ছিলেন আল-দৌরি। সাবেক ইরাকি শাসকের ‘ডানহাত’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। ২০০৩ সালে ইরাকে আমেরিকা হামলা চালালে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। এরপর তাকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img