বেলকুচি উপজেলায় যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার দায়ে ২২ জেলেকে আটক করে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আনিসুর রহমান এ রায় দেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় আদালত। এ অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে জেলেদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।
সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের কারাদণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
সূত্র: ইউএনবি