বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু

spot_imgspot_img

নারায়ণগঞ্জের ফতুল্লায় মুহাম্মাদ ওবায়দুল নামে এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ভূইগড় মাহমুদপুর এলাকার আলী হোসেন ও নুরুন্নাহারের ছেলে। নিহত ওবায়দুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন।

রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার ভুইগড় মাহমুদপুর এলাকার নিজ বাড়ি থেকে ওবায়দুলের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নাক দিয়ে কফের মতো বের হতে দেখা গেছে। মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ প্রাথমিক কোনো ধারণা করতে না পারায় ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। তাদের বাড়িটি দোতলা। আর স্ত্রী সন্তান নিয়ে দোতলা ফ্ল্যাটেই বসবাস করতেন ওবায়দুল। রাতে স্ত্রী সন্তানকে নিয়ে এক রুমেই ঘুমিয়ে ছিলেন। সকালে স্ত্রী ঘুম থেকে উঠে ওবায়দুলের কোন সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজন ডাকেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img