শনিবার, মে ১৭, ২০২৫

আফগানিস্তানে দায়েশের সিরিজ হামলা, নিহত ৭; অপরাধীদের আইনের আওতায় আনা হবে : তালেবান

spot_imgspot_img

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদ ও রাজধানী কাবুলে শনিবার পাঁচটি বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত এবং আরো ৩০ জন আহত হয়েছে। তালেবান সূত্র আল জাজিরাকে এই তথ্য জানিয়েছে। তালেবান এই হামলার জন্য দায়েশকে দায়ী করেছে।

জালালাবাদের চার বিস্ফোরণে অন্তত পাঁচজন এবং কাবুলে অন্তত দুজন নিহত হয়েছে।
আর কাবুলের দাশত-ই-বারচি এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে ওই দুজন নিহত হয়।

তালেবানের একটি সূত্র আল জাজিরাকে জানায়, জালালাবাদ ও কাবুলের বিস্ফোরণগুলো আইএসআইএল-কে-এর কাজ বলে মনে হচ্ছে। তদন্ত চলছে। অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাগুলেঅ জানিয়েছে, জালালাবাদে অন্তত চারটি বিস্ফোরণ ঘটে।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর এটি প্রথম হামলা যেখানে প্রাণহানি ঘটল।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ

spot_img
spot_img
spot_img