সোমবার, মে ১৯, ২০২৫

তিউনেসিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ

spot_imgspot_img

অতিরিক্ত ক্ষমতা গ্রহণের প্রতিবাদে তিউনেসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইয়েদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার মানুষ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানী তিউনিসে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা ‌অভ্যুত্থান বাতিল চেয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানায়। তারা বলেন, ‌আমরা বৈধতায় ফিরতে চাই।

পুলিশের ব্যাপক উপস্থিতিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো।

গত ২৫ জুলাই প্রেসিডেন্টি প্রধানমন্ত্রীকে বরখাস্ত করা, পার্লামেন্ট স্থগিত করা এবং নির্বাহী কর্তৃত্ব গ্রহণ করার পর এই প্রথম তার বিরুদ্ধে বিক্ষোভ হলো। বিরোধীরা তার এসব পদক্ষেপকে ‘অভ্যুত্থান’ হিসেবে অভিহিত করেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img