বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

বাজার নিয়ন্ত্রণে রাখতে কাউকে ছাড় দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী

spot_imgspot_img

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, সঙ্কট কাটিয়ে উঠতে ভারত থেকে আমদানি ও রফতানি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে ভারতে মাছ রফতানি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে কাউকেই ছাড় দেওয়া হবে না।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর টাউন হলে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় দেশে সয়াবিন তেল ও চিনির দাম বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, প্রশাসন ও বাণিজ্য মন্ত্রণালয় নিয়মিত বাজার মনিটরিং করছে।

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল আলীম মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও রংপুর প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img