বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

আইএসকে দমানোর নামে কাবুলে শিশুসহ ১০ জনকে হত্যা দায় স্বীকার করল আমেরিকা

spot_imgspot_img

আন্তর্জাতিক দায়েশ সংগঠন আইএসআইএস এর সদস্যদের দমানোর নামে কাবুলে ড্রোন হামলা চালিয়ে সাত শিশুসহ ১০ বেসামরিক লোককে হত্যার দায় স্বীকার করেছে আমেরিকা। গত মাসে কাবুল থেকে চির বিদায় নেওয়ার সময় ওই হামলা চালায় মার্কিন সেনারা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি এ হত্যার দায় স্বীকার করেন।

তিনি বলেন, নিহতদের ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স, আইএসকেপি (আইএসআইএস-কে)-এর সদস্য হওয়ার হওয়ার তথ্যটি ঠিক নয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান বলেন, ব্যাপক তদন্ত ও বিশ্লেষণের পর আমি এখন নিশ্চিত হয়েছি যে সাত শিশুসহ ১০ জন ওই হামলায় মর্মান্তিকভাবে নিহত হয়েছিল।

নিরীহ মানুষকে হত্যা করে মার্কিন এ কমান্ডার বলেন, আমেরিকা এ হামলার শিকার পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। কমব্যাট্যান্ট কমান্ডার হিসেবে আমি এই হামলা ও এই মর্মান্তিক পরিণতির পূর্ণ দায়দায়িত্ব স্বীকার করছি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img