শুক্রবার, মে ১৬, ২০২৫

মুফতি ওয়াক্কাসের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

spot_imgspot_img

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এর স্মরণসভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টম্বর) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তের সাবেক সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ও জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ মাস‌উদ আহমদ রহ. এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় নেতৃবৃন্দ বলেন, শত প্রতিকূলতার মাঝেও অবিচল ও দৃঢ়তার সঙ্গে ইসলাম ও মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন। তিনি কখনো বাতিলের সামনে মাথা নত করেননি। তার আদর্শ সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি উলামায়ে কেরামের মুখপাত্র ছিলেন।

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সুহাইল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী।

আরও বক্তব্য রাখেন, জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, মুফতি জাকির হোসাইন খান, মুফতি আতাউর রহমান খান,যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, এম আব্দুল হাফিজ, ইমরান আহমদ, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল্লাহ বিন হিদায়েত, হাফিজ রুম্মান, আরাফাত হোসাইন ও হাফিজ আহমদ ইসলামাবাদী প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img