শনিবার, মে ১৭, ২০২৫

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

spot_imgspot_img

দেশের বিভিন্ন স্থানে আজ শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১৭ সেপ্টেম্ববর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ব্যাপারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এদিকে আজ সারা দেশের দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে; রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ এম এ মান্নান বলেন, শনিবার (১৮ সেপ্টেম্বর) দেশের কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে রবিবার সেই সম্ভাবনা অনেক কমে যাবে। সমুদ্র এলাকায় কোনো ধরনের সতর্কসংকেত না থাকলেও দেশের নৌবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত থাকবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img