শুক্রবার, মে ১৬, ২০২৫

আরব আমিরাত ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে বৃটেনে

spot_imgspot_img

বৃটেনে প্রায় ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত। বৃটেনের জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি ও বিজ্ঞানে এ বিনিয়োগ করা হবে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) আবু ধাবির বিনিয়োগ কোম্পানি মুবাদালা এ তথ্য জানায়।

মুবাদালা জানায়, আগামি ৫ বছর সময়ের মধ্যে এই বিনিয়োগ করা হবে। এর মধ্য দিয়ে বৃটেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নিতে চায় আরব আমিরাত। সম্প্রতি বৃটেন সফর করেছিলেন আবু ধাবির ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ান। এ সময় প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠকের সময় এ বিষয়ে আলোচনা হয়। মুবাদালা বলছে এ বিনিয়োগের ফলে দুই দেশই লাভবান হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img