বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

‘আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মুফতী আযম আব্দুস সালাম চাটগামী ছিলেন ক্ষনজন্মা মহাপুরুষ’

spot_imgspot_img

উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর ও দারুল উলুম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এবং হাটহাজারী মাদরাসার সদ্য সাবেক মুহতামীম, মুফতীয়ে আযম মুফতী আব্দুস সালাম চাটগামী রহ. এর স্মরণে স্মরনসভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সাভার উপজেলা উলামা পরিষদের উদ্যোগে স্থানীয় জামিয়া ইসলামিয়া কর্নপাড়া মাদরাসার কম্পাউন্ডে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হেফাজতে ইসলামের প্রয়াত আমীর ও হাটহাজারী মাদরাসার পরিচলানা বোর্ডের সদস্য আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ও ও আরেক পরিচালক মুফতীয়ে আযম আব্দুস সালাম চাটগামী ছিলেন ক্ষনজন্মা মহাপুরুষ। তারা আজীবন ইসলামী জ্ঞানের সেবা করেছেন। জাতিকে আলোর দিশা দিয়েছেন। তাদের সমৃদ্ধ জ্ঞান চর্চার আলোকে অসংখ্য ছাত্র কোরআন হাদীসে পান্ডিত্য অর্জন করেছে। জাতীয় ও ইসলামী অঙ্গনে তারা অসামান্য অবদান রেখেছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের আমীর হিসেবে আপোষহীনতার উদাহরন সৃষ্টি করেছেন৷ তাদের হারিয়ে আজ জাতি অনেক বড় সম্পদ থেকে বঞ্চিত হয়েছে৷ তাদের দেখানো তাকওয়া, দুনিয়াবিমুখতা, বাতিলের সামনে মাথা নত না করার আদর্শ যুগ যুগ ধরে সত্যানুসারীদের জন্য পাথেয় হয়ে থাকবে৷

সাভার উপজেলা উলামা পরিষদের মহাসচিব মাওলানা আলী আজমের সভাপতিত্বে এবং সহসভাপতি মফতি রফিকুল ইসলাম সরদার ও সাংগঠনিক সম্পাদক মুফতি আলী আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলামা পরিষদের উপদেষ্টা ও জাতীয় আইম্মা পরিষদের আমীর মাওলানা মহিউদ্দিন রব্বানী।

এতে বিশেষ অতিথি ছিলেন পরিষদের সভাপতি মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ও মাওলানা সাঈদ আহমদ লাকসামী।

স্মরনসভায় আরো বক্তব্য রাখেন মুফতী কাওসার হুসাইন, মুফতী সুলতান মাহমুদ, মুফতী মাহফুজ হায়দার কাসেমীসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ৷

অনুষ্ঠান শেষে আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মুফতীয়ে আযম আব্দুস সালাম চাটগামীর আত্মার মাগফিরাত কামনায়
দুআ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img