আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় নিমরুজ প্রদেশের খাশরুদ জেলার একটি সেনা ক্যাম্পে তালেবানের হামলায় ২০ আফগান সৈন্য নিহত হয়েছে। পাশাপাশি মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের ৬ সেনাকে বন্দী এবং ওই সেনা ক্যাম্প নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত একটার দিকে সরকারি বাহিনীর ওপর এ হামলা চালানো হয়েছে বলে খাশরুদের জেলা প্রশাসক জলিল ওয়াতানদুস্ত বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তালেবান সদস্যরা ওই হামলা চালায়। তারা ২০ সৈন্যকে হত্যা করার পাশাপাশি ছয় সৈন্যকে বন্দি করে যাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ ছিলেন।
ওয়াতানদুস্ত বলেন, সরকারের পক্ষে নিহত সৈন্যদের লাশ সরিয়ে আনা সম্ভব হয়নি এবং ওই সেনা ক্যাম্পের নিয়ন্ত্রণ তালেবান নিয়ে নিয়েছে।
খাশরুদের জেলা প্রশাসক বলেন, এর আগেও একবার এই সেনা ক্যাম্পে তালেবানের হামলায় ১৩ সৈন্য নিহত হয়েছিলেন। এরপর ক্যাম্পটিকে নুতন করে অস্ত্রসস্ত্র ও সেনাসজ্জিত করার পর দ্বিতীয়বার তালেবানের হামলা হলো।
এর আগে গত মঙ্গলবার আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাখার প্রদেশে তালেবানের আকস্মিক হামলায় অন্তত ২৫ সেনা নিহত হয়।