শুক্রবার, মে ১৬, ২০২৫

আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জনগণকে আর্মেনিয়ান প্রধানমন্ত্রীর আহ্বান

spot_imgspot_img

ইনসাফ | সোহেল আহম্মেদ


সেনাবাহিনীর ওপর আস্থা হারিয়ে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান তার দেশের নাগরিকদের আজারবাইজানের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করার আহ্বান জানিয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দেশবাসীর প্রতি এই আহ্বান জানান তিনি।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, আপার কারবাখ ব্যতিরেকে আরমানিয়া নেই। তাই কারাবাখের অধিকার রক্ষা করা মানে আর্মেনিয়ান জনগণের অধিকার রক্ষা করা। আজ কারাবখকে রক্ষা করতে সবাইকে অস্ত্র তুলে নিতে এবং যুদ্ধ করতে হবে।

তিনি বলেন, কারাবাখের বিষয়টি কূটনৈতিকভাবে সমাধান করা সম্ভব হচ্ছেনা। এ সমস্যা কূটনৈতিকভাবে সমাধান না হওয়া পর্যন্ত সমস্ত আর্মেনিয়ান নাগরিককে তাদের হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে।

উল্লেখ্য, গত ২৭শে সেপ্টেম্বর নতুন সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে আর্মেনিয়া প্রতিনিয়ত বেসামরিক নাগরিকদের এবং আজারবাইজানীয় বাহিনীর উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। তারা বার বার মানবিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। গত দশদিনে আর্মেনিয়া দুটি মানবিক যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তবে আজারবাইজানের সেনাদের প্রতিরোধের মুখে দাঁড়াতে পারছে না আর্মেনিয়ার সেনারা। সেনাদের এই অবস্থা দেখেই জনগণকে অস্ত্র হাতে নিতে বলল দেশটির প্রধানমন্ত্রী।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img