শনিবার, মে ১৭, ২০২৫

নাইজেরিয়ায় আগুন লাগিয়ে টিভি ভবন পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা

spot_imgspot_img

নাইজেরিয়ায় বিক্ষোভকারীদের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি টেলিভিশন চ্যানেলের কার্যালয়। সরকারবিরোধী বিক্ষোভ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। খবর বিবিসি ও ডেইলি পোস্টের।

বুধবার (২১ অক্টোবর) দেশটির বৃহত্তম শহর লাগোসে বেসরকারি চ্যানেল টিভিসি’র কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কারফিউ উপেক্ষা করেই একদল লোক টিভি চ্যানেলটির কার্যালয়ে ঢুকে পড়ে। এসময় ওই কার্যালয় থেকেই একটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হচ্ছিল। হামলায় ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
টিভিসি চ্যানেলটির মালিক লাগোস রাজ্যের সাবেক গভর্নর। বর্তমান প্রশাসনে অত্যন্ত প্রভাবশালী হিসেবে পরিচিত তিনি। ধারণা করা হচ্ছে, এ কারণেই ক্ষোভের মুখে পড়েছে টিভি চ্যানেলটি। বিক্ষোভের মুখে লাগোসসহ বেশ কিছু শহরে বুধবার থেকে কারফিউ চলছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img