থানায় পুলিশী হেফাজতে হত্যা, দ্রব্যমূল্যের উর্ধগতি, সীমান্তে হত্যার প্রতিবাদ এবং জিনা-ব্যভিচার ও ধর্ষণ প্রতিরোধে ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষে আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে সমমনা ইসলামী দলসমূহের বিক্ষাভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (২১ অক্টোবর) বিকেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কার্যালয়ে আল্লামা নূর হোছাইন কাসেমীর সভাপতিত্বে সমমনা ইসলামী দল সমুহের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফী, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর মাওলানা.ড.মো.ঈশা সাহেদী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের মহাসচিব মাওলানা আব্দুর রহমান,
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক খান আসাদ, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের নেতা মুফতি রুহুল আমীন, ইসলামী ঐক্য আন্দোলনের মাওলানা আবুবকর ছিদ্দিক, ফরায়েজী আন্দোলনের মাওলানা হানযালা প্রমুখ।