খাস জমি বন্দোবস্ত পাওয়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ১৪ ভূমিহীন পরিবার ২০ বছর পর ফিরে পেলেন বেদখলে থাকা তাদের জমি।
রবিবার দুপুরে পীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম এ জমি প্রভাবশালীদের কাছ থেকে উদ্ধার করে বন্দোবস্ত পাওয়া ১৪ ভূমিহীন পরিবারকে দখল বুঝিয়ে দেন।
১৯৯৯-২০০০ অর্থ বছরে উত্তর মালঞ্চা গ্রামে টাঙ্গন নদীর পূর্বধারে সাড়ে ৫ একর জমি ১৪ ভূমিহীনকে (পরিবার প্রতি ৩৮ শতক করে) বন্দোবস্ত দেন জেলা প্রশাসক। ভূমিহীনরা কাগজে কলমে জমি পেলেও এ জমি সেখানকার প্রভাবশালীদের দখলে থাকায় ২০ বছরেও দখল পায়নি ভূমিহীনরা।
অবশেষে রবিবার দুপুরে পীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম সরেজমিনে গিয়ে এ জমি প্রভাবশালীদের কাছ থেকে উদ্ধার করে ১৪ ভূমিহীন পরিবারকে দখল বুঝিয়ে দেন।
জমি ফিরে পাওয়ায় ওহিদুল, নজিবুল, ভুরু চন্দ্রসহ সকলেই প্রশাসনেকে ধন্যবাদ জানান।
সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম জানান, ভূমিহীনদের বন্দোবস্ত দেয়ার পরেও এ খাস জমি একটি মহল জোর করে দখলে রেখেছিল। তাদের কাছ থেকে উদ্ধার করে ভূমিহীনদের দখল বুঝিয়ে দেয়া হয়েছে। এছাড়া এখানে আরও খাস জমি আছে যা প্রভাবশালীদের দখলে আছে, তা উদ্ধারের কার্যক্রম চলছে।
সূত্র: ইউএনবি