পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের তীব্র সমালোচনা করেছেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হকের জুতা পলিশ করে রাজনীতিতে এসেছিলেন নওয়াজ শরীফ। পাক সেনারা যখন জাতির জন্য নিজেদের জীবন উৎসর্গ করছেন, ঠিক তখন নওয়াজ সেনা নেতৃত্বের বিরুদ্ধে নানা ধরনের কূরুচিপূর্ণ ভাষা ব্যবহার করছেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী ইমরান।
শনিবার (১৭ অক্টোবর) দেশটির সেনাবাহিনীর তৎকালীন প্রধানের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি ও ইসলামাবাদে ‘পুতুল সরকার’ বসানোর অভিযোগের জবাবে এক বক্তব্যে নওয়াজের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।
এর আগে শুক্রবার ১৬ অক্টোবর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক বিক্ষোভ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে নওয়াজ অভিযোগ করেন, তার সরকার উৎখাত করেছিলেন সেনাবাহিনীর তৎকালীন প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।
তিনি দাবি করেন, বিচার বিভাগকে চাপে রাখা এবং ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদে বসানোর পেছনে সেনাবাহিনীর হাত রয়েছে।