মঙ্গলবার, মে ২০, ২০২৫

টানা বৃষ্টিপাতে উখিয়ার শরণার্থী শিবিরে পাহাড় ধ্বস ও পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু

spot_imgspot_img

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে দুদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসে অন্তত পাঁচজন মারা গেছে। এদের মধ্যে সবাই শিশু। গত দু’দিন ধরে সেখানে অতিমাত্রায় বৃষ্টিপাত হচ্ছে।

মঙ্গলবার (২৭ জুলাই) উখিয়া উপজেলার বালুখালি ১০ নম্বর শিবিরে এই ঘটনা ঘটে।

একই শিবিরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে আরও একটি শিশুর।

অতিবৃষ্টির কারণেই এই পাহাড় ধসের সূত্রপাত বলে জানিয়েছেন সরকারের রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন বিষয়ক অতিরিক্ত কমিশনার মুহাম্মাদ শামসুদ্দোজা।

তিনি বলেন, পাহাড় ধসে আরও কিছু মানুষ আহত হয়েছে। তবে তাদের বর্তমান অবস্থা ও সঠিক সংখ্যা নিশ্চিত করে বলতে পারেননি এই কর্মকর্তা।

বিকেল নাগাদ সেখানে উদ্ধার অভিযান চলছিল।

সূত্র: বিবিসি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img