রবিবার, মে ১৮, ২০২৫

আরও ৫০০ বেড পাচ্ছে মহাখালির ডিএনসিসি কোভিড হাসপাতাল

spot_imgspot_img

আরও ৫০০ বেড পাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের “মহাখালী ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতাল।’ গতকাল শনিবার পর্যন্ত শুধু আইসিইউতেই প্রায় দুইশ” রোগীসহ হাসপাতালে মোট ৫১৩ জন রোগী ভর্তি ছিল। অক্সিজেনের জন্য বিভিন্ন হাসপাতাল থেকে রোগীরা এখানে ভিড় জমাচ্ছেন।

করোনা রোগীদের এ চাপ সামাল দিতে বেড সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, জুলাইয়ে হাসপাতালে করোনা রোগীদের চাপ বেড়েছে। এ অবস্থায় হাসপাতালে নতুন করে আরও বেডের সংখ্যা বাড়ানোর কাজ চলছে। এক হাজার শয্যার এ হাসপাতালে পাঁচশ’ আইসিইউ ও এইচডিইউ শয্যা রয়েছে।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, সারাদেশে করোনা সংক্রমণের হার বাড়ছে। এতে বিগত সময়ের চেয়ে এখন হাসপাতালে রোগীদের চাপ কিছুটা বেড়েছে। আমাদের এখানেও রোগী ভর্তি এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img