শুক্রবার, মে ১৬, ২০২৫

কঠোরতম বিধিনিষেধে ব্যাংক চলবে দেড়টা পর্যন্ত

spot_imgspot_img

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাল ভোর থেকে শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। চলবে ৫ আগস্ট পর্যন্ত।

এই সময়ে ব্যাংক খোলা থাকবে। লেনদেন চলবে সীমিত সময়ের জন্য।

ঈদের ছুটি শেষে ব্যাংকগুলো আগামী রোববার থেকে গ্রাহক চাহিদামতো শাখা খোলা রাখবে। আর লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত।

কঠোরতম বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং সেবা চালু রাখা নিয়ে ১৩ জুলাই এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। তারা জানায়, সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত বিধিনিষেধ চলাকালে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এই সময়ে মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালন করে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়ের জরুরি বিভাগসহ প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে ব্যাংকগুলো। শাখা খোলার রাখার ব্যাপারে বলা হয়েছে, নিজ বিবেচনায় খোলা রাখা যাবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img