শনিবার, মে ১৭, ২০২৫

নিত‌্যপ‌ন্যের সি‌ন্ডি‌কেটের কা‌ছে সরকার অসহায়: ডাঃ ইরান

spot_imgspot_img

নিত‌্যপ‌ন্য নিয়ন্ত্রনকারী সি‌ন্ডি‌কেট চ‌ক্রের কা‌ছে সরকার অসহায় মন্তব‌্য ক‌রে বাংলা‌দেশ লেবার পা‌র্টির চেয়ারম‌্যান ডাঃ মোস্তা‌ফিজুর রহমান ইরান ব‌লে‌ছেন, শেখ হা‌সিনার সরকার জনগ‌নের ভো‌টে নির্বা‌চিত না হওয়ায় তা‌দের নি‌র্দেশনা কার্যকর হ‌চ্ছে না। অসাধু সি‌ন্ডি‌কেট চক্র আওয়ামী রাজনী‌তির সা‌থে যুক্ত থাকায় কোন পদ‌ক্ষেপ আ‌লোর মুখ দেখ‌ছে না। অন‌্যদি‌কে সরকা‌রের সীমাহীন দুর্নী‌তি, লুটপা‌ট ও বি‌দে‌শে অর্থপাচা‌রের কার‌নে দে‌শে ভয়াবহ অর্থনী‌তি ধংসস্তু‌পে প‌রিনত হ‌য়ে‌ছে। চাল, পিয়াঁজ, আলু সহ নিত‌্যপ‌ন্যের লাগামহীন ঊর্ধ্বগ‌তির কার‌নে দে‌শে মান‌বিক বিপর্যয় সৃ‌ষ্টির আশংকা র‌য়ে‌ছে। ‌

‌আজ শ‌নিবার (১৭ অ‌ক্টোবর) দুপু‌রে চাষাড়ার এক‌টি চাই‌নি‌জে নারায়নগঞ্জ জেলা লেবার পা‌র্টির উ‌দ্যো‌গে সাংগঠ‌নিক মাস উপল‌ক্ষ্যে প্রতি‌নি‌ধি সভায় তিনি একথা ব‌লেন।

ডা. ইরান ব‌লেন, বিচারহীনতা ও গনত‌ন্ত্রকে হত‌্যা ক‌রে একদলীয় ব‌্যবস্থা প্রবর্তনের কার‌নে সরকার দলীয় নেতাকর্মীরা হত‌্যা, খুন, অপহরন, গনধর্ষন, নারী নির্যাতন ও নিপীড়‌নে জ‌ড়ি‌য়ে পড়‌ছে। ‌বিনা‌ভো‌টের মাধ‌্যমে আইন শৃংখলা বাহী‌নি‌কে ব‌্যবহার ক‌রে অ‌বৈধ ক্ষমতা আকঁড়ে থাকায় দে‌শের আইন শৃংখলার চেইন অফ কমান্ড ভে‌ঙ্গে প‌ড়ে‌ছে। আইন শৃংখলা বাহী‌নি জ‌্যা‌মি‌তিক হা‌রে অপরা‌ধে জ‌ড়ি‌য়ে পড়‌ছে। তাই জুলুমবাজ ও লু‌টেরা সরকা‌রের বিরু‌দ্ধে দেশ‌প্রেমিক জাতীয়তাবাদী শ‌ক্তির ঐ‌ক্যের কোন বিকল্প নাই।

জেলা লেবার পা‌র্টির সভাপ‌তি আবদুর রহমান খোক‌নের সভাপ‌তি‌ত্বে সভায় বক্তব‌্য রা‌খেন লেবার পা‌র্টির সি‌নিয়র ভাইস চেয়ারম‌্যান ই‌ঞ্জি‌নিয়ার ফ‌রিদ উ‌দ্দিন, ছাত্রমিশ‌নের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শ‌রিফুল ইসলাম শ‌রিফ, জেলা সহ সভাপ‌তি মুহাম্মাদ ম‌নিরুল ইসলাম, ফতুল্লা থানা সভাপ‌তি মুহাম্মাদ ইয়া‌সিন, সি‌দ্দিরগঞ্জ থানা সভাপ‌তি জ‌হিরুল হক, ও নাঃগঞ্জ জেলা ছাত্রমিশন নেতা মুহাম্মাদ ইসমাইল প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img