রবিবার, মে ১৮, ২০২৫

১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০৭০০ কোটি টাকা

spot_imgspot_img

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চলতি জুলাই মাসের প্রথম ১৫ দিনে ১২৬ কোটি ৪২ লাখ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকা) দেশে পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সোমবার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

করোনার প্রকোপ শুরুর পর থেকে দেশে রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী। ঈদুল আজহাকে সামনে রেখেই প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে চলতি জুলাই মাসে রেমিট্যান্স আসার ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙে যেতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিরা গত জুন মাসে ১৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। ফলে সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকার বেশি। এটি আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি। এর আগে কোনো অর্থবছরে এত পরিমাণ রেমিট্যান্স আসেনি বাংলাদেশে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img