মঙ্গলবার, মে ২০, ২০২৫

স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে দুঃসংবাদ ডেকে আনবে আনন্দের ঈদ

spot_imgspot_img

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, গণপরিবহন আর পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে আনন্দের ঈদ জাতির জন্য ভয়াবহ দুঃসংবাদ ডেকে আনবে। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও কঠোর অবস্থান নিতে হবে।

রবিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, করোনা সংক্রমণ রোধে পশুর হাট ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

জি এম কাদের আরও বলেন, করোনার উর্ধমুখী সংক্রমণ আর ক্রমবর্ধমান মৃত্যু হারের মধ্যেই সারা দেশে কুরবানির পশুর হাট জমে উঠেছে। পছন্দের পশু কিনতে প্রতিটি হাটেই প্রতিদিন ভিড় করছে হাজারো মানুষ। লঞ্চ, বাস ও অন্যান্য যানবাহনে গাদাগাদি করে ছুটছেন মানুষ। শারীরিক দূরত্ব বা করোনা সচেতনতার অভাবে কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img