বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

স্বাস্থ্যবিধি না মেনে ঈদযাত্রা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের

spot_imgspot_img

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাস্থ্যবিধি না মেনে মানুষের বাড়ি ও পশুর হাটে যাওয়া ভয়ংকর অবস্থা। এতে ঈদযাত্রা অন্তিম যাত্রায় পরিণত হতে পারে। স্বাস্থ্যবিধি না মেনে ঈদযাত্রা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (১৮ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রীর সুরক্ষা সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারত তৃতীয় তরঙ্গের প্রস্তুতি নিচ্ছে, আমরা সজাগ না থাকলে আগামীতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

তিনি আরও বলেন, এবার মহাসড়কে যানজট নেই। দুর্ঘটনা এড়াতে সড়কে থ্রি হুইলার না চালানোর কথা বলেন তিনি।

তিনি মাস্ক পরার ক্ষেত্রে সিটি করপোরেশনকে কঠোর অবস্থানে যাওয়ার পরামর্শ দেন। এছাড়া পরিবহনে অতিরিক্ত ভাড়া ও নিয়ম অনুযায়ী যাত্রী পরিবহন না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img