বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

‘স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে তুরস্ক’

ইনসাফ | সোহেল আহম্মেদ


দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অবৈধ ইহুদী বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা জানিয়েছে তুরস্ক।

শুক্রবার (১৬ অক্টোবর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ক ফিলিস্তিনের প্রতি তাঁর সমর্থন অব্যাহত রাখবে এবং পূর্ব জেরুসালেমের সাথে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে।

বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে অবৈধ বন্দোবস্ত সম্প্রসারণ করার পরিকল্পনা দ্বারা ইসরাইলের বেআইনী ও আগ্রাসী আচরণ প্রকাশ পেয়েছে। শুধুমাত্র ২০২০ সালেই ১২ হাজার আবাসিক ইউনিট তৈরি করার অবৈধ পদক্ষেপটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবসমূহ লঙ্ঘনকারী তেল আভিভের বেআইনী ও আগ্রাসী নীতিগুলির সর্বশেষ উদাহরণ।

উল্লেখ্য, পূর্ব জেরুসালেম সহ পশ্চিম তীরকে আন্তর্জাতিক আইনে দখলকৃত অঞ্চল হিসাবে বিবেচনা করা হয় যেখানে সমস্ত ইহুদী বন্দোবস্তও অবৈধ বলে বিবেচিত।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img