শুক্রবার, মে ২৩, ২০২৫

সিলেটে যুবক হত্যাকারী পুলিশের মৃত্যুদণ্ড দিতে হবে: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

spot_imgspot_img

সিলেটে যুবক হত্যাকারী পুলিশের মৃত্যুদণ্ড দিতে হবে: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

সিলেটের আখালিয়ায় পুলিশের অমানবিক নির্যাতনে যুবক রায়হানের মৃত্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

বুধবার (১৪ অক্টোবর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, সারাদেশের জনগণ যখন খুন ও ধর্ষণের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে ঠিক তখনই জনগণের জান-মালের নিরাপত্তায় নিয়োজিত থানা-পুলিশও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশের নির্যাতনে মানুষ মারা যাওয়া গোটা রাষ্ট্রের জন্য খুবই কলঙ্কজনক। সিলেটে যুবক হত্যাকারী পুলিশের মৃত্যুদণ্ড দিতে হবে

তিনি বলেন, জনগণের টাকায় লালিত অর্থলোভী আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর কতিপয় সদস্য নিজেরাই ঘুষ,দুর্নীতি, মাদক, খুন ও ধর্ষণের ঘটনার সাথে জড়িয়ে পড়ছে। এদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে হবে। ঘুষের টাকা না পেয়ে যুবক রায়হানকে নির্মমভাবে হত্যাকারী এস আই আকবর ও সংশ্লিষ্টদের মৃত্যুদন্ড দেওয়ার দাবি জানান তিনি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img