রবিবার, মে ১৮, ২০২৫

আটকে পড়া ১০ হাজার ইতালি প্রবাসীদের নিষেধাজ্ঞা আরো বাড়ল

spot_imgspot_img

বাংলাদেশে আটকে পড়া প্রায় ১০ হাজার ইতালি প্রবাসীকে আরো ৩০ দিন নিষেধাজ্ঞার কবলে পড়ে আটকে থাকতে হচ্ছে দেশে। এদের অনেকেই ইতোমধ্যেই চাকরি হারিয়েছেন। বেকার হওয়ার শঙ্কায় রয়েছেন বাকিরা।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে গত দশ মার্চ পুরো ইতালিতে লকডাউন ঘোষণা করে সরকার। পরবর্তীতে লকডাউন প্রত্যাহার করা হলেও কিছু বিধিনিষেধ মেনে চলার নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে করে যাওয়া প্রবাসীদের অনেকের শরীরে ধরা পড়ে কোভিড উনিশ। এতে দেশটির গণমাধ্যমগুলোতে শিরোনাম হয় বাংলাদেশ।

এ অবস্থায় বাংলাদেশসহ বেশি করোনা আক্রান্ত ১৬টি দেশের নাগরিকদের, ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে আবারো নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১২ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর তাই বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের অপেক্ষার প্রহর আবারো বাড়ছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img