বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

পশুকে গরুর গোস্ত খাওয়ানো যাবে না: দাবি বিজেপির

spot_imgspot_img

ভারতের হিন্দুত্ববাদী বিজেপিশাসিত আসামে বাঘ-সিংহকে গরুর গোশত না খেতে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন বিজেপি সমর্থক ও হিন্দুত্ববাদীরা।

মঙ্গলবার ( ১৩ অক্টোবর) ভারতের ওই রাজ্যের বিভিন্ন অঞ্চলে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত বজরং দল ও অন্য সংগঠনের সদস্যরা ওই ইস্যুতে গুয়াহাটিতে রাজ্য চিড়িয়াখানার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন।

রাজ্য হিন্দুত্ববাদী বিজেপি’র কিষাণ মোর্চার সাবেক সহ-সভাপতি সত্যরঞ্জন বরা বলেন, চিড়িয়াখানার কর্মকর্তারা এবং আসাম সরকার যদি গরুর মাংস দেওয়া বন্ধ না করে, তবে তাদের এর পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে।

এনডিটিভি হিন্দি এক প্রতিবেদনে জানায়, বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপি’র বিতর্কিত নেতা সত্যরঞ্জন বরার।

বিক্ষোভকারীরা এসময়ে বাঘ-সিংহকে খাওয়ানোর জন্যে আনা গরুর গোশত বহনকারী গাড়ি আটকে গরুর গোশত খেতে দেওয়া বন্ধ করার দাবিতে ‘জয় শ্রীরাম’ ধ্বনিসহ বিভিন্ন স্লোগান দেন।

তাদের দাবি, গরুর গোশতের পরিবর্তে অন্য গোশত দেওয়া হোক বাঘ-সিংহকে! এ সময়ে বিক্ষোভকারীরা গরুর গোশত বহনকারী গাড়িটি কমপক্ষে আধঘণ্টা ধরে চিড়িয়াখানার গেটের সামনে আটকে রাখে। তারা হরিণের মাংস বাঘ-সিংহকে খেতে দেওয়ার পরামর্শ দেন।

সূত্র: দ্য ওয়াল

সর্বশেষ

spot_img
spot_img
spot_img