গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জানুয়ারির আগেই ইমরান খান সরকারকে ঘরে পাঠিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর ভাইস প্রেসিডেন্ট মারিয়াম নওয়াজ।
দেশটির একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মারিয়াম নওয়াজ বলেন, নওয়াজ শরিফের পক্ষ নিয়ে জনগণ ‘অযোগ্য ও অক্ষম’ প্রধানমন্ত্রীর পতন ঘটাবে। জনগণের লড়াইয়ের মুখে ইমরান খানের সরকার টিকতে পারবে না
এদিকে ১৬ অক্টোবর পাঞ্জাবের গুজরানওয়ালাতে সমাবেশের ডাক দিয়েছে পিএমএল-এন। দলটির তথ্য সম্পাদক মরিয়ম আওরঙ্গজেব জানান, পুরো শহরের মানুষ সমাবেশটিতে অংশ নেবে। তিনি বলেন, ‘ইমরান খান সরকারের ক্ষমতা নেই এ সমাবেশে বাধা দেওয়ার।
এদিকে নওয়াজ শরিফ, মারিয়াম নওয়াজসহ দলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে পাকিস্তানের পুলিশ। সেনাবাহিনী নিয়ে মন্তব্য করায় গত সপ্তাহে লাহোরের একটি পুলিশ স্টেশনে পিএমএল-এন দলের ৪৪ নেতার বিরুদ্ধে এই মামলা দায়ের হয় বলে জানায় ডন।