কক্সবাজারের টেকনাফে আট রাউন্ড গুলি এবং ৪০ হাজার ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, রবিবার রাত ২টার দিকে তাদের আটক করা হয়।
তারা হলেন হ্নীলার উলুচামরী স্কুল পাড়ার কালা মিয়ার ছেলে শাহ জালাল ওরফে লাশ জালাল (১৯), রঙ্গিখালী পূর্ব পাড়ার নবী হোছনের ছেলে মো. খায়ের (১৯), গাজী পাড়ার সাবের আহমদের ছেলে নুরুল আবছার (২২), উলুচামরীর নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন (২৩) এবং আব্দুল হাকিমের ছেলে মো. হেলাল উদ্দিন (২৬)।
এএসপি আব্দুল্লাহ জানান, আটকরা দীর্ঘদিন ধরে সশস্ত্র অবস্থায় সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ব্যবসার অপকর্ম চালিয়ে আসছিলেন।
তাদের টেকনাফ মডেল থানায় সোর্পদ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা
সূত্র: ইউএনবি