বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

মালয়েশিয়ার রাজার সঙ্গে বসতে যাচ্ছেন আনোয়ার ইব্রাহীম

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে সংখ্যাগরিষ্ঠ এমপির সমর্থনের প্রমাণ দিতে আগামী সপ্তাহে রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছেন মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহীম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেশটিতে চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই তিনি এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিক্ত অন্তর্দ্বন্দ্বের পর গত ফেব্রুয়ারিতে মাহাথির মুহাম্মাদের নেতৃত্বাধীন সংস্কারবাদী সরকারের পতনের পর দক্ষিণ এশিয়ার দেশটিতে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা চলছে।

কোনো নির্বাচন ছাড়াই প্রধানমন্ত্রীর দায়িত্ব পান মুহিউদ্দিন ইয়াসিন। কিন্তু তার জোটের অবস্থাও নড়বড়ে। এমনকি এই সরকারের বৈধতা নিয়েও সমালোচকদের প্রশ্ন রয়েছে।

এদিকে, রাজনৈতিক পটপরিবর্তনে রফতানিমুখী অর্থনীতিকে ভেঙে পড়া থেকে রক্ষা করতে সরকারের পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে বিলম্ব ঘটতে পারে। করোনা মহামারিতে মালয়েশিয়ার অর্থনীতি ইতোমধ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদের পদত্যাগের পর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নেতা হিসেবে আবির্ভূত হন মুহিউদ্দিন। এর সাত মাসের মাথায় ফের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন আনোয়ার ইব্রাহীম।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img