বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান

spot_imgspot_img

ইনসাফ | সোহেল আহম্মেদ


আজারবাইজান এবং আর্মেনিয়া শনিবার (১০ অক্টোবর) থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতির অংশ হিসাবে রেড ক্রস মানবিক অভিযানের মধ্যস্থতাকারী হিসাবে কাজ করবে এবং দ্রুত দু’দেশের মধ্যে আলোচনা শুরু হবে। খবর আনাদোলু এজেন্সির।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মস্কোয় দশ ঘণ্টার আলোচনার পরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। নাগর্নো-কারাবাখের বন্দীদের বিনিময় এবং মৃতদেহ উদ্ধারের জন্য শনিবার মধ্যাহ্ন থেকেই যুদ্ধ বিরতি কার্যকর হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার মস্কোয় রাশিয়া, আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে ল্যাভরভ, আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরব ম্নাস্তাকানিয়ান উপস্থিত ছিলেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img