শুক্রবার, মে ১৬, ২০২৫

শাপলা চত্বরে ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা

spot_imgspot_img

সারাদেশে ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভে অংশ নিচ্ছেন। এতে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার দুপুরের পর থেকে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন। বিক্ষোভ নিয়ন্ত্রণে শাপলা চত্বর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সামনের দিকে শাপলা চত্বরের সড়কে মতিঝিল মডেল, আইডিয়াল, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কলোনি উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বসে বিক্ষোভ করছেন।

শিক্ষার্থীরা অনেকেই নটরডেম কলেজের সামনে থেকে শাপলা চত্বর পর্যন্ত সড়কে অবস্থান করায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img