ফিলিস্তিনের পতাকা নিয়ে ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে বসেছিল এফএ কাপের ফাইনাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ পরিবারের সদস্য প্রিন্স উইলিয়ামসসহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল হামজা চৌধুরীর প্রশংসা করেছেন।
এবিষয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হল-
ইংল্যান্ডের ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশী মা-এর সন্তান। পৃথিবীর প্রাচীনতম ফুটবল টুনামেন্ট এফ এ কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তার দল লেষ্টার সিটি।
গতকাল এই ঐতিহাসিক বিজয়ের পর তিনি প্যালেষ্টাইনীদের প্রতি সংহতি জানিয়ে মাঠ প্রদক্ষিণ করেন প্যালেষ্টাইনের পতাকা নিয়ে।
হামজা এভাবে জয় করে নিয়েছেন বাংলাদেশে সহ পৃথিবীর নিপীড়নবিরোধী বহু মানুষের বিজয়। গৌরবান্বিত করেছেন বাংলাদেশকে।
ভালোবাসা হামজা চৌধুরী।