শৈলকুপা উপজেলায় পাঁচ কৃষকের ছয় শতাধিক কলাগাছ ও হলুদ খেত কে বা কারা রাতের আঁধারে শত্রুতাবশত কেটে দিয়েছে।
পৌর এলাকার উত্তরপাড়া গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক রেজাউল ইসলাম বলেন, ‘আমার প্রায় তিন শতাধিক কলাগাছ কেটে দিয়েছে। কোনো গাছের মুচা, কোনো গাছের কলা আবার কোনো গাছ গোড়া থেকে কেটে দিয়েছে।’
কৃষক লাল মোহাম্মদ জানান, তার শতাধিক কলাগাছ গোড়া ও মাঝ থেকে কেটে দিয়েছে। সেই সাথে কৃষক আসলামের দেড় শতাধিক এবং কৃষক খালেকের শতাধিক গাছ কেটে দেয়া হয়েছে।
এছাড়া, একই মাঠে আনসার আলীর তিন শতক জমির হলুদ গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
কৃষকদের দাবি, তাদের চার লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে।
সূত্র: ইউএনবি