শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

আজ বহুল কাঙ্ক্ষিত বেফাক-এর আমেলার বৈঠক

দেশর কওমী মাদরাসারগুলোর সর্ববৃহৎ বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর আমেলার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার।

যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাকের কেন্দ্রীয় অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন আমেলার ১৫৭ জন সদস্য।

এবারের আমেলা বৈঠকটিকে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বিশেষ করে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. পরবর্তী নেতৃত্ব নির্ধারণ করা হবে এই বৈঠকে।

এছাড়াও এই বৈঠকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার কথা রয়েছে বিতর্কিত মহাসচিব ও ভারপ্রাপ্ত সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুল কুদ্দুসের।

বেফাকের প্রায় ১৫ বছরের সভাপতি ছিলেন আল্লামা শাহ আহমদ শফী রহ.। তাঁর মৃত্যুতে শূন্য হয়ে যায় এই পদটি।

গত ২২ সেপ্টেম্বরে বেফাক অফিসে খাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তিনটি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছান খাস কমিটির সদস্যরা। এক : শূন্য হওয়া চেয়ারম্যান পদে সভাপতি মনোনয়ন। দুই : বর্তমান মহাসচিবের পদত্যাগপত্র জমাদান ও গ্রহণ। তিন : পদত্যাগপত্র গ্রহণের পর শূন্য মহাসচিব পদে নতুন মহাসচিব মনোনয়ন।

গঠনতন্ত্র অনুযায়ী বেফাকের সভাপতি যিনি হবেন, তিনিই চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেবেন কওমী মাদরাসা সমূহের সর্বোচ্চ বোর্ড আল হাইআতুল উলইয়া লিল-জামি’য়াতিল কাওমিয়া বাংলাদেশ-এর। একইভাবে বেফাকের সিনিয়র সহসভাপতি যিনি হবেন তিনিই আল হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যানের দায়িত্ব পাবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img