রবিবার, মে ১৮, ২০২৫

রমজানের প্রথম জুম’আয় বাইতুল মোকাদ্দাসে ফিলিস্তিনীদের ঢল

spot_imgspot_img

ইহুদিবাদী ইসরাইলের দখলকৃত পূর্ব জেরুজালেমের বাইতুল মোকাদ্দাস মসজিদে পবিত্র রমজানের প্রথম জুমার নামাজে মুসল্লিদের ঢল নেমেছে। করোনাকালে বাইতুল মোকাদ্দাসে এটিই ছিল সর্ববৃহৎ জমায়েত। করোনা সংক্রমণ রোধে পূর্ব জেরুজালেমের বাইরে থেকে কেবল করোনা টিকা নেওয়া মুসল্লিরা জুমায় অংশগ্রহণের সুযোগ পান।

আন্তর্জাতিক গণমাধ্যম আনাদোলো এজেন্সির সুত্রে জানা যায়, ফিলিস্তিনের ইসলামিক অ্যাফেয়ার্সের ওয়াকফ কাউন্সিল প্রধান শায়খ আজ্জাম আল খতিব বলেন, বাইতুল মোকাদ্দাসে জুমার নামাজে ৭০ হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করেন। গত বছরের রমজানে ইসরায়েলি কর্তৃপক্ষ আমাকে ছাড়া আর কাউকে আল আকসায় প্রবেশ করতে দেয়নি।

শুক্রবার সকাল থেকেই স্কাফ ও লম্বা পোশাকে ফিলিস্তিনি নারীরা বাইতুল মোকাদ্দাসে জুমার নামাজ আদায় করতে আসা শুরু করেন। মসজিদ প্রাঙ্গণে তাঁরা পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img