বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

হেফাজতের নারায়ণগঞ্জ সেক্রেটারি ও মাদানীনগর মাদরাসার মুহাদ্দিস মুফতী বশীরউল্লাহ কারাগারে

spot_imgspot_img

হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি ও মাদানীনগর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী বশীরউল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার (১৪ এপ্রিল) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত এ নির্দেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বশির উল্লাহকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত মঙ্গলবার রাতে সদর উপজেলার সানারপাড় লন্ডন মার্কেট এলাকায় নির্মাণাধীন বাড়ি থেকে মুফতী বশির উল্লাহকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

পরে ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতাল চলাকালে সহিংসতা ও নাশকতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের দায়ের করা ৫ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img