শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

আমেরিকায় তিন শিশু সন্তানকে গলা কেটে হত্যা করল মা

আমেরিকার লস অ্যাঞ্জেলসে নিজের তিন শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছেন এক মা। এ ঘটনায় ৩০ বছর বয়সী লিলিয়ান ক্যারিলিও নামে ওই মাকে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করেছে নগর ‍পুলিশ।

শনিবার (১০ এপ্রিল) লস অ্যাঞ্জেলস শহর থেকে ২০০ মাইল দূরে তুলারে কাউন্টি এলাকার একটি এই ঘটনা ঘটে।

শিশু তিনটির বয়স-৩ বছর, ২ বছর ও ৬ মাস। তাদের মধ্যে দু’জন কন্যা ও একজন ছেলে শিশু। শিশুদের নানি কাজ থেকে বাসায় ফিরে নিজের মেয়েকে ঘরে পাননি। তবে তিনটি শিশুকে তিনি রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান।

পুলিশ জানায়, নিহত শিশুদের মা লিলিয়ান ক্যারিলিও ঘটনার পর গাড়ি চালিয়ে পালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে প্রায় এক শ মাইল দূরে নিজের গাড়ি রেখে অন্য একটি গাড়ি ছিনতাই করেন লিলিয়ান। পরে ধাওয়া করে ছিনতাই করা গাড়িসহ লিলিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো জানা যায়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img