ইনসাফ | নাহিয়ান হাসান
৯জন ফিলিস্তিনি তরুণকে তাদের নিজ ঘর থেকে বন্দী করে নিয়ে গিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা।
রবিবার (১১ এপ্রিল) ফিলিস্তিনের বিভিন্ন অংশ থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, ইহুদিবাদী ইসরাইলের সেনারা শনিবার গভীর রাত থেকে দখলকৃত পশ্চিম এবং পূর্ব তীরের বাড়িগুলোতে তাদের তথাকথিত নিরাপত্তা অভিযান শুরু করে। বাড়িতে বাড়িতে এই তথাকথিত অভিযান চালিয়ে মোট ৯জন নিরীহ ফিলিস্তিনিকে তারা বন্দী করে নিয়ে যায়।
জানা যায়, আটককৃতদের প্রায় সকলেই ২০ বছর বয়সী ফিলিস্তিনী তরুণ।
উল্লেখ্য, রাত-বিরেতে, সময়ে অসময়ে নিরীহ ফিলিস্তিনিদের বাড়িতে হানা দেওয়া, জিনিস লুটপাট ও তছনছ করা, তাদেরকে ভীতসন্ত্রস্ত করা, বৃদ্ধ ও যুবকদের ঘর থেকে তুলে নিয়ে যাওয়াসহ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাদের নিত্যদিনের কাজ।
এমন কোনো দিন নেই যে, উগ্র ইহুদিবাদীদের দ্বারা ফিলিস্তিনিদের নিপীড়িত হতে হয় না! ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী সেনারা অথবা উগ্র ইহুদিবাদী দখলদাররা বিভিন্নভাবে ফিলিস্তিনিদেরকে নির্যাতন ও হেনস্তা করে থাকে।
সূত্র: ডাব্লিউএএফএ