যশোরের এক আওয়ামী লীগ নেতা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহত হাফিজুর রহমান নিপু (৬২) চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
শুক্রবার (৯ এপ্রিল) ভোর চারটার দিকে তিনি মারা যান।
হাফিজুর রহমান নিপু ২২ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
তিনি করোনা পজিটিভ ছিলেন বলে নিশ্চিত করেছেন চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি।
তিনি জানান, হাফিজুর রহমান ও তার স্ত্রী বৃহস্পতিবার চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। নমুনা সেদিনই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে পাঠানো হয়।
শুক্রবার বেলা ১১টায় তার পজিটিভ রিপোর্ট আসে।