শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

কাতারে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ৬৮০টি পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এসব পণ্যের মধ্যে রয়েছে চাল, ডাল, দুধ, চিনি, মুরগী, ম্যাকারনি ইত্যাদি।

সোমবার (৫ এপ্রিল) এ ঘোষণা দেয় দেশটির মন্ত্রণালয়।

পবিত্র রমজান মাসে ক্রেতারা যাতে কম মূল্যে খাদ্যদ্রব্য কিনতে পারেন সেজন্য দেশটির বড় বড় সুপারমার্কেটের সঙ্গে সমন্বয় করে এমন উদ্যোগ বাস্তবায়ন করছে অর্থ ও শিল্প মন্ত্রণালয়। ফলে এখন থেকে আগামী ৩০ রমজান পর্যন্ত এই দাম কার্যকর থাকবে দেশটিতে।

এছাড়াও তালিকাভুক্ত সব পণ্যের দাম কম রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে রমজান মাসজুড়েই নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img